নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংগতি রেখে আজ শনিবার ত্রিপুরা ব্যাপী উদযাপিত হচ্ছে বৌদ্ধধর্মের প্রবর্তক এবং প্রচারক গৌতমবুদ্ধের জন্ম, সিদ্ধি লাভ এবং নির্বাণ দিবস৷ এদিন রাজধানী আগরতলার কুঞ্জবনে অবস্থিত বেনবন বিহারে ভোর চারটায় বৌদ্ধভিক্ষুদের নিয়ে মৈত্রী ভাবনা অনুষ্ঠিত হয়৷ এর পর বের প্রভাতফেরি৷
সকাল সাতটার পর বৌদ্ধ-পতাকা উত্তোলন করা হয়৷ বেলা ১০টায় বুদ্ধপূজা এবং সংঘদান অনুষ্ঠিত হয়৷ সংঘদানের পর ভিক্ষুদের পিণ্ডদান কার্যক্রম হয়েছে, জানান বেনুবন বিহারের অধ্যক্ষ ভিক্ষু অক্ষয়ানন্দ৷ তিনি জানান, বুদ্ধজয়ন্তী উপলক্ষ্যে বিকেলে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে৷ এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কি, রামকৃষ্ণনমঠ ও মিশনের আগরতলা শাখার অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ-সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে বিশ্বশান্তির কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন করে উপস্থিতরা প্রার্থনা করবেন৷
প্রসঙ্গত, বুদ্ধজয়ন্তী উপলক্ষ্যে বেনুবন বিহার প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয় প্রতিবছর৷ এ-বছরও মেলা বসেছে৷ ত্রিপুরার অন্যান্য জায়গায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা৷ আজ সকাল থেকেই রাজ্যের প্রতিটি বুদ্ধমন্দিরে ধর্মপ্রাণ মানুষ ভিড় জমিয়েছেন৷