অগ্ণিকান্ড থেকে অল্পেতে রক্ষা সূর্য্য চৌমুহনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ শনিবার রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র হরিগঙ্গা বসাক রোডে সূর্য চৌমুহনী এলাকায় একটি কাপড়ের দোকানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পথচারীরা দোকানের ভিতর থেকে ধূয়া বের হচ্ছে দেখে এগিয়ে যান৷

জীবনমল পরশমল নামে ঐ কাপড়ের দোকানের মালিক একই বিল্ডিং-এর উপরতলায় বসবাস করেন৷ চিৎকারে তারাও বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী এসে আগুন আয়ত্বে আনে৷ ফলে আগুন বেশী দূর গড়াতে পারেনি৷ দোকানটির অংশিক ক্ষয়ক্ষতি হয়েছে৷ অল্পেতে রক্ষা পেয়েছে সূর্য চৌমুহী ও হকার্স কর্নার এলাকায় দোকানপাঠ ও বাড়িঘর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *