নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : ষষ্ঠ দফার ভোটের দিনও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের জাতীয় সভাপতি রাহুল গান্ধী। রবিবাসরীয় সকালে দিল্লির ঔরঙ্গজেব লেনের ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাহুল গান্ধী।
ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, কর্মসংস্থান, কৃষকদের দুর্দশা, জিএসটি, নোটবন্দির নেতিবাচক প্রভাবের বিষয়গুলি সামনে রেখে নির্বাচনে লড়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়ে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী ঘৃণাকে ব্যবহার করে থাকে। আর কংগ্রেস ভালবাসায় বিশ্বাসী। ঘৃণাকে হারিয়ে ভালবাসার জয় হবে। দিল্লি কার দখলে যাবে সেই বিষয়ে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, জনগণই এর সিদ্ধান্ত নেবে। এদিন রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অজয় মাকেন। ভোট দিয়ে কংগ্রেস সভাপতি নিজের বাসভবনের দিকে রওনা দেন।