নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ বনে বাঁশকুরুল সংগ্রহ করতে গিয়ে বন্য জন্তুর দ্বারা আক্রমনের শিকার এক যুবক৷ ঘটনার বিবরণে জানা যায় দুপুর আনুমানিক ২টা নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তরগত দেবীপুর ব্রক্ষাটিলার গভির জঙ্গলে বাঁশ কুরুল সংগ্রহ করতে যায় সুপায়ন চাকমা (৩২) নামে এক যুবক৷ ঐ যুবকটি অমরপুর মহকুমার নতুন বাজারের বাসিন্দা৷

যুবকটি তার দুই বন্ধুর সঙ্গে জঙ্গলে বাঁশকুরুল সংগ্রহ করতে যায়৷ সুপায়নের দুই বন্ধু নাম হল পুনজয় চাকমা ও সুভ্রজয় চাকমা৷ তিন বন্ধু জঙ্গলে প্রবেশ করে বাঁশকুরুল সংগ্রহ করতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পরে৷ সুপায়ন চাকমার একাকিত্বের সুযোগ পেয়ে বনের একটি ভালুক ওর উপর চওড়া হয়৷ ভালুকের আঘাতে গুরুতর আহত হয়ে জঙ্গলের মধ্যে লুটিয়ে পরে সুপায়ন৷ বন্য জন্তুর দ্বারা আক্রমনের শিকার হয়ে সুপায়ন চিৎকার চেচামেচি শুরু করে৷ সুপায়নের আর্তনাদ শুননেত পেয়ে ছুটে আসে তার দুই বন্ধু ও এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে সুপায়নকে এলাকাবাসী ও দুইবন্ধু মিলে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ সুপায়ন চাকমা বর্তমানে শান্তির বাজার জেলা হাসাতালে চিকিৎসারত অবস্থায় আছে৷ এইভাবে হঠাৎ করে বন্যজন্তুর আক্রমণে ঐ এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে৷