BRAKING NEWS

মনোনয়ন বাতিল : সুপ্রিম কোর্টে গেলেন বারাণসীর সপা প্রার্থী তেজ বাহাদুর যাদব

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): নিজের প্রার্থীপদের মনোনয়ন বাতিলকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বারাণসীর সমাজবাদী পার্টির (সপা) প্রার্থী ও বরখাস্ত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। তাঁর পক্ষে সওয়াল করবেন আইনজীবী প্রশান্ত ভূষণ। ‘চৌকিদার’ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সপার টিকিটে বারাণসী লোকসভা কেন্দ্র থেকেই ভোটে লড়ার কথা ছিল ‘আসল চৌকিদার’ বিদ্রোহী বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের। কিন্তু প্রার্থীপদের প্রয়োজনীয় তথ্য পেশ করতে না পারায় গত বুধবার তাঁর প্রার্থীপদের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে আগেই জানিয়েছিলেন সপা প্রার্থী। এদিন নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন বরখাস্ত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব।

প্রসঙ্গত, সপা-র টিকিটে সোমবার বারাণসী আসন থেকে মনোনয়ন দাখিলের পর মঙ্গলবারই কর্মরত অবস্থায় তেজ বাহাদুর যাদবের রাজদ্রোহের বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিস দেয় নির্বাচন কমিশন। বুধবার সকাল এগারোটার মধ্যে সেবিষয়ে বিএসএফ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট পেশ করতে বলে কমিশন। এরপরই তাঁর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাজবাদী পার্টি থেকে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। এবিষয়ে বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন, \”কোনও প্রার্থীকে পাঁচ বছরের কম সময়ে কেন্দ্র বা রাজ্য সরকার বরখাস্ত করলে, তাঁকে কোনও দুর্নীতির কারণে বরখাস্ত করা হয়নি এই প্রমাণস্বরূপ একটি সার্টিফিকেট দিতে হয়। এগারোটার মধ্যে তা পেশ করতে না পারায় তেজ বাহাদুর যাদবের মনোনয়ন বাতিল করা হয়েছে।\” উল্লেখ্য, নির্দল প্রার্থী হিসেবে বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন বলে আগেই জানিয়েছিলেন বরখাস্ত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। ২০১৭-য় বিএসএফ-এ খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় চাকরি যায় তাঁর। বিএসএফ-এ খেতে দেওয়া পোড়া রুটি আর জলের মতো ডালের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়ে প্রচারের আলোয় এসেছিলেন এই বিদ্রোহী জওয়ান। নিজের প্রার্থীপদের মনোনয়ন বাতিল হওয়ার পর এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তেজ বাহাদুর। তাঁর পক্ষে সওয়াল করবেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *