সিবিএসই : রাজ্যে সম্ভাব্য সেরা কৃষ্ণার্পিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ সিবিএসই’র দ্বাদশের ফলাফল ঘোষিত হয়েছে৷ রাজ্যে সম্ভাব্য সেরা হয়েছে প্রণবানন্দ বিদ্যামন্দিরের কৃষ্ণার্পিতা দেবনাথ৷ বিজ্ঞান বিভাগের ছাত্রী কৃষ্ণার্পিতা ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে৷ রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে শ্রীকৃষ্ণ মিশন সুকলের বিজ্ঞান বিভাগের ছাত্র সায়নদ্বীপ ভৌমিক৷ সায়নদ্বীপ ৯৬.৪ শতাংশ নম্বর পেয়েছে৷ এদিকে, সম্ভাব্য তৃতীয় হয়েছে রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব চক্রবর্তী৷ অর্ণব ৯৫.৪ শতাংশ নম্বর পেয়েছে৷

এক প্রেস বিবৃতিতে শ্রীকৃষ্ণ মিশন স্কুল জানিয়েছে, সায়নদ্বীপ ভৌমিক ছাড়া ৯৪ শতাংস নম্বর পেয়েছে একই বিভাগে দ্বিতীয় হয়েছে বনশ্রী দেবনাথ৷ ৯৩.৬ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে অর্ঘদীপ ঘোষ৷ বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ছাত্র ছাত্রী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে৷ ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছে ৩৫ জন ছাত্র ছাত্রী৷ ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত নম্বর পেয়েছে ৩৫ জন ছাত্র ছাত্রী৷ সুকলের কলা বিভাগে ৯৩.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে সপ্তদীপ ঘোষ বণিক৷ ৯২ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে শতাব্দী বসাক৷ তৃতীয় স্থানাধিকারী অরিত্রিকা ধরের প্রাপ্ত নম্বর ৯১.৪ শতাংশ৷ কলা বিভাগে মোট ১৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১৫ জন প্রথম বিভাগে পাশ করেছে এবং বাকিরা দ্বিতীয় বিভাগে পাশ করেছে৷ সুকলের বাণিজ্য বিভাগে ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন প্রথম বিভাগে পাশ করেছে৷ এদের মধ্যে ৮২.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে দেবজ্যোতি দেবনাথ৷ এই অসাধারণ সাফল্যে সুকলের অধিকর্তা দীনবন্ধু দাস ও অন্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন৷

এক প্রেস বিবৃতিতে রামকৃষ্ণ মিশন স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিজ্ঞান বিভাগের ৫০ জন ছাত্র ও কলা বিভাগের ১২ জন ছাত্রের মধ্যে ৬১ জন প্রথম বিভাগে পাশ করেছে৷

বিজ্ঞান বিবভাগে সর্বোচ্চ নম্বর (মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৭৭ অর্থাৎ ৯৫.৪ শতাংশ) পেয়েছে অর্ণব চক্রবর্তী ছাড়াও ৯৪.৮ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে দ্বিতীয় স্থান দখল করেছে দিপ্তনু মন্ডল৷ বিদ্যালয়ের তৃতীয় স্থানাধিকারী সোমরাজ মজুমদার শতকরা ৯৪.৬ শতাংশ নম্বর পেয়েছে৷

কলাবিভাগে সর্বোচ্চ নম্বর (মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৪৭ অর্থাৎ ৮৯.৪ শতাংশ) পেয়েছে আজো লিংগি৷ কলাবিভাগের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন প্রথম বিভাগে পাশ করেছে৷ উভয় বিভাগ মিলিয়ে সর্বমোট ফলাফলের ভিত্তিতেঃ ১২ জন ছাত্র ৯০ শতাংশের বেশী নম্বর পেয়েছে৷ ৩৪জন ছাত্র ৮০ শতাংশের বেশী নম্বর পেয়েছে৷ মোট ৪৬ জন ছাত্র ৭৫ শতাংশের উপরে মার্কস পেয়েছে৷

ইংরেজীতে সর্বোচ্চ নম্বর ৯৪, গণিতে ৯৯, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৭, জীববিদ্যায় ৯৫, ইনফরমেটিক্স প্র্যাক্টিসেস্ এ ৯৯, ইতিহাসে ৯৬, রাষ্ট্রবিজ্ঞানে ৯৫, ভুগোলে ৯৭, এবং অর্থনীতিতে ৮৩৷

ইংরেজীতে ৪৫টি লেটার, গণিতে ১৬টি লেটার, পদার্থবিদ্যায় ২০টি লেটার, রসায়নে ৩১ টি লেটার, জীববিদ্যায় ২২টি লেটার, ইনফরমেটিক্স প্র্যাক্টিসেস এ ১৩টি লেটার, ইতিহাসে ৫টি, ভুগোলে ৫টি, রাষ্ট্রবিজ্ঞানে ৪টি এবং অর্থনীতিতে ১ টি লেটার অর্থাৎ বিদ্যালয়ের ছাত্ররা মোট ১৬২টি লেটার পেয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *