চিহ্ণিত পোলিং এজেন্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের শুরু নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ পশ্চিম লোকসভা আসনে ভোটে কারচুপির জন্য চিহ্ণিত পোলিং এজেন্টদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করতে শুরু করেছে নির্বাচন কমিশন৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিস বুথে ভোট রিগিংয়ের প্রমাণ মিলেছে৷ তাই ওই বুথের দুইজন পোলিং এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ এদিকে, দক্ষিণ ব্রজপুর হাই সুকল বুথেও ভোট রিগিংয়ের ঘটনা প্রমাণিত হওয়ায় দুজন পোলিং এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ রাজ্যের ইতিহাসে এই প্রথম ভোট রিগিংয়ের জন্য পোলিং এজেন্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে৷


১১ এপ্রিল পশ্চিম আসনে ভোটে ব্যাপক রিগিংয়ের অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে৷ প্রায় ৮ শতাধিক অভিযোগের ভিত্তিতে বুথের ভিডিও ফুটেজ পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে৷ পশ্চিম আসনের রিটার্নিং অফিসার ভিডিও ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে চুচুরিয়া এস বি সুকল, দেবীপুর পঞ্চায়েত অফিস, ব্রজপুর হাইসুকল, বড়নারায়ণ হাইসুকল, হিম্মত নগর এসবি সুকল, কুশামারা এসবি সুকল, অজগর রামমোহন পাল হাইসুকল এবং সুন্দরটিলা হাইস্কল বুথে পোলিং এজেন্টদের বিরুদ্ধে ভোট রিগিংয়ের প্রমাণ পেয়েছেন৷ তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার৷ এর ভিত্তিতে বিশালগড় মহকুমা শাসক তথা অতিরিক্ত রিটার্নিং অফিসার দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিস বুথের মানিক লস্কর ও মন্টু দেববর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ জারী করেছেন৷ এদিকে, দক্ষিণ ব্রজপুর উচ্চ বিদ্যালয় বুথের মিঠুন কর্মকার ও কিশোর মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে৷


জানা গিয়েছে, দক্ষিণ ব্রজপুর উচ্চ বিদ্যালয় বুথের পোলিং এজেন্ট মিঠুন কর্মকার ও কিশোর মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ পর্য্যায়ক্রমে অন্য বুথের পোলিং এজেন্টদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার প্রক্রিয়া চলছে৷


মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরমা তরণীকান্তি জানিয়েছেন, ভোট রিগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এরই পরিপ্রেক্ষিতে এখন পর্য্যন্ত যতগুলি বুথে ভিডিও ফুটেজ পরীক্ষা নিরীক্ষার পর রিগিংয়ের প্রমাণ মিলেছে ওই বুথের পোলিং এজেন্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *