ত্রিপুরা পূর্ব আসনে ভোট নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট : গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব আসনে সুষ্ঠু ও অবাধ ভোট নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট৷ কারণ, পশ্চিম আসনে ভোটে গন্ডগোলের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং পূর্ব আসনে নিরাপত্তাজনিত কারণে ভোট পিছিয়ে দেওয়ায় কমিশনের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ তাঁর কথায়, আশা রাখছি নির্বাচন কমিশন পূর্ব আসনে ভোটে নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে পারবে৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনুরুদ্ধার হবে৷

এদিন গৌতম দাশ বলেন, গত ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম আসনে ভোটের নামে যেভাবে রিগিং হয়েছে তা ভারতের ইতিহাসে বিরল৷ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এবং ত্রিপুরা রাজ্যের নির্বাচন দফতর নিরপেক্ষতা হারিয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে৷ তাই, বামফ্রন্ট দিল্লিতে নির্বাচন কমিশনের দরবারে গিয়েছে৷ তিনি জানান, ভোট রিগিংয়ের প্রতিবাদে এবং পুনঃ ভোটের দাবিতে নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়েছে সিপিএম৷ শুধু তাই নয়, দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে ধর্ণা কর্মসূচীও পালন করা হয়েছে৷

গৌতম দাশের দাবি, কমিশনে সুনির্দিষ্টভাবে ভোট রিগিংয়ের অভিযোগ জানানো হয়েছে৷ প্রথমে ৪৬৪টি এবং পড়ে আরো ৭৭৪টি বুথে রিগিংয়ের অভিযোগ জানিয়েছি৷

শ্রীদাস এদিন ত্রিপুরা পূর্ব আসনে ভোট পিছিয়ে যাওয়ায় নির্বাচন কমিশননে সাধুবাদ জানিয়েছেন৷ পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনকেও চাচাছোঁলা ভাষায় আক্রমণ করেছেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, নির্বাচন ঘোষণার শুরু থেকেই ব্যাপক সন্ত্রাসের অভিযোগ জানিয়েছি৷ তবুও রাজ্য নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি৷ নির্বাচনী প্রচারে বাম প্রার্থী আক্রান্ত হয়েছেন, তা সত্বেও নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়নি৷ গৌতম দাসের দাবি, অতিরিক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে তবেই ত্রিপুরা পূর্ব আসনে ভোটের আয়োজন করুক কমিশন৷ কারণ, ত্রিপুরা পশ্চিম আসনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর অভাবেই ভোট রিগিং সম্ভব হয়েছে৷

এদিন গৌতম দাশ ত্রিপুরা পশ্চিম আসনে সমস্ত বুথে পুনঃ ভোটের দাবি জানিয়েছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, নব্য চৌকিদাররা পশ্চিম আসনে ভোটে ডাকাতি করেছে৷ কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ সাথে যোগ করেন, পশ্চিম আসনে ব্যাপক রিগিংয়ের ফলে পূর্ব আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা কমিশনের জন্য অ্যাসিড টেস্ট৷ তাতে কমিশন সফলতার প্রমাণ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *