দিল্লি গেলেন সিইও, রাজ্যে পুনঃ ভোটের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ বিরোধীদের অভিযোগে পশ্চিম আসনের বিভিন্ন বুথের ফুটেজ পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি৷ সূত্রের খবর, ৮৩৬টি বুথের ফুটেজ পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট তৈরি করা হয়েছে৷ প্রায় সমস্ত বুথেই অনিয়ম ধরা পড়েছে৷ তবে, অনিয়মের শ্রেণি বিন্যাস করেই রিপোর্ট তৈরি হয়েছে বলে দাবি সূত্রের৷ কারণ, সমস্ত বুথে একই ধাঁচে অনিয়ম হয়নি৷ ফলে, নির্বাচন কমিশন কত সংখ্যক বুথে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নেবে তা অনুমান করা যাচ্ছে না৷ সূত্রের কথায়, অনিয়মের শ্রেণি বিন্যাসের ভিত্তিতে তৈরি রিপোর্টের উপর পুনঃ ভোট নির্ভর করছে৷ ফলে, ধারনা করা হচ্ছে আগামীকাল পুনঃ ভোটের ঘোষণা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *