নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাফাল মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার| রাফাল চুক্তির গোপন ফাইলের নথি চুরি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালতে| ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নিল সর্বোচ্চ আদলত| বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি কে এম যোশেফের বেঞ্চ জানিয়েছে, ‘কেন্দ্রর উত্থাপিত প্রাথমিক আপত্তি আমরা খারিজ করে দিয়েছি|’ এর আগে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নথি প্রামাণ্য হিসেবে পেশ করা যাবে না, এই যুক্তি দেখিয়েছিল কেন্দ্র| কেন্দ্রের যুক্তি ছিল, দেশের গোপন নথি বাইরে এলে বিপন্ন হবে দেশের নিরাপত্তা| কিন্তু, বুধবার রাফাল কাণ্ডে ফাঁস হয়ে যাওয়া গোপন রিপোর্টকেই প্রামাণ্য নথি হিসেবে দেখতে রাজি হয়ে গেল সুপ্রিম কোর্ট|

রাফাল নিয়ে দুর্নীতির অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে কংগ্রেস| কিন্তু, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে বলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া যে ভাবে সম্পন্ন করেছে, তাতে কোনও অসঙ্গতি নেই| ১৪ ডিসেম্বরের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সর্বোচ্চ আদালত| আবেদনকারী প্রশান্ত ভূষণ, যশবন্ত সিনহা ও অরুণ শৌরি আবেদন জানিয়েছিলেন| পুনর্বিবেচনার আর্জিতে দাবি করা হয়েছিল, প্রধানমন্ত্রীর দফতর থেকে রাফাল চুক্তির সময় সমান্তরাল দর কষাকষিতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক| কিন্তু, কেন্দ্র প্রথমে বলেছিল ওই গোপন নথি চুরি হয়ে গিয়েছে| পরে বলে অনুমতি ছাড়া ফটোকপি করা হয়েছে| সেই ফাঁস হয়ে যাওয়া গোপন নথিকেই প্রামাণ্য হিসেবে বুধবার মেনে নিল সর্বোচ্চ আদালত| সুপ্রিম রায়ে পরই আবেদনকারী অরুণ শৌরি জানিয়েছেন, ‘আপনারা প্রমাণ চেয়েছিলেন এবং আমরা প্রমাণ দিয়েছি| তাই আদালত আমাদের গ্রহণ করেছে এবং সরকারের আপত্তি নাকচ করেছে|’

