চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মহিলার কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে জনৈক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ৷ ধৃতদের নাম সৌমেন ভট্টাচার্য ও উমা দেব বলে জানিয়েছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলার মহিলা কলেজের সামনে৷ ধৃতদের থানায় নিয়ে পুলিশ জেরা করছে৷ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আগরতলার মহিলা কলেজের সামনে অসহায় এক মহিলার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দুই প্রতারক৷ ভুক্তবোগী মহিলাটি জানান প্রতারক দুজন তাঁকে মহাকরণে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷

তার বদলে তাদের মোটা অঙ্কের টাকা তিন লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে তারা৷ মহিলাটি প্রথমে তাদের প্রস্তাব বুঝতে পারেননি৷ পরবর্তীতে সম্বিত ফিরে এলে দেরি না করে তিনি ওই দুই প্রতারকের বিরুদ্ধে পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুই প্রতারক সৌমেন ভট্টাচার্য ও উমা দেবকে গ্রেফতার করে জেরা করছে বলে জানা গেছে৷ আগামীকাল তাদের আদালতে তোলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *