বিজেপির শক্তিশালী গড় ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং

ভোপাল, ২৩ মার্চ (হি.স.) : ভোপাল লোকসভা কেন্দ্র থেকে লড়বেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। শনিবার এমনই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। 

সম্প্রতি কমল নাথ জানিয়েছিলেন যদি দিগ্বিজয় সিংকে আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়াতে হয়, তবে তাঁকে রাজ্যের কঠিন আসনে দাঁড়াতে হবে। শনিবার ‘হোলি মিলন’ অনুষ্ঠানে এসে কমল নাথ বলেন, ভোপাল কেন্দ্র থেকে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে দিগ্বিজয় সিংকে। 

বিগত তিন দশক ধরে ভোপাল আসনটি বিজেপির গড় হিসেবে পরিচিত। বিজেপির এই শক্তিশালী গড়ে এবার কংগ্রেসকে জয়ী করার দায়িত্ব দেওয়া হল বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। ১৯৮৪ সালে এই আসনে শেষবার জিতে ছিল কংগ্রেস। এরপর ১৯৮৯ সাল থেকে টানা এই আসনে বিজেপি প্রার্থী জয়ের ধারার অব্যাহত। একটা সময় ছিল যখন এই আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন ডাকসাইটে কংগ্রেস নেতা শঙ্কর দয়াল শর্মা। পরবর্তী সময়ে তিনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এদিন কমল নাথ বলেন, দলীয় প্রার্থীদের তালিকা আমার পকেটে রয়েছে। সবার নাম আমি ঘোষণা করব না। এটুকুই বলতে পারি ভোপাল আসনের জন্য দল দিগ্বিজয় সিং-র নাম চূড়ান্ত করেছে। এই আসনে লড়ার জন্য দিগ্বিজয়কে যে কমল নাথ রাজিয়ে করিয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে দিয়ে কমল নাথ বলেন, দিগ্বিজয় লম্বা সময় ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তাই রাজগড়ের মতো সহজ আসনে না দাঁড়ানো উচিত। 

উল্লেখ্য, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দিগ্বিজয় সিং। বর্তমানে রাজ্যসভার সাংসদ তিনি। বর্তমানে ভোপালে সাংসদ বিজেপির অলোক সাঞ্জার। ৩.৭০ লক্ষ ভোটের ব্যবধানে এই আসনে ২০১৪ সালে জিতেছিলেন অলোক সাঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *