কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে নাগরিকত্ব বিলের মূল উচ্ছেদ করা হবে ঃ রাহুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ কেন্দ্রে কংগ্রেস দল ক্ষমতায় ফিরলে নাগরিকত্ব সংশোধনী সংশোধনী বিলের মূল উচ্ছেদ করা হবে৷ ত্রিপুরায় গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ পরিষদকে স্পেশাল প্যাকেজ দেওয়া হবে৷ কেন্দ্র থেকে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদকে সরাসরি অর্থ প্রদান করা হবে৷ ত্রিপুরায় কিছুদিনের মধ্যেই কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে৷ ত্রিপুরার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমুলুং এর খুম্পুই সুকল ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী৷ রাফাল চুক্তি এবং নোট বন্দি ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন দেশের চৌকিদার চোর৷ নরেন্দ্র মোদী নিজেই চোরদের দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন রাহুল গান্ধী৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে যোগ্য জবাব দিতে ত্রিপুরা বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

ত্রিপুরায় বিজেপির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনাও করেন রাহুল গান্ধী৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের জনগণের সাথে প্রতারণা করেছে বলে উল্লেখ করেন তিনি৷ রাহুল গান্ধী বলেন কংগ্রেস দল বরাবরই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে৷ বিজেপি ক্ষমতায় আসার আগে যে আচ্ছে দিনের গল্প শুনিয়েছিল সেই গল্প বুমেরাং হয়ে গেছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী৷ বিজেপির সমালোচনা করতে গিয়ে রাহুল গান্ধী আরও বলেন, বিজেপি উপজাতিদের উন্নয়ন ও কল্যাণ চায় না৷ তারা তাদের সর্বনাশ করছে৷ কিন্তু কংগ্রেস দল উপজাতিদের উন্নয়ন ও কল্যাণে আত্মনিয়োগ করতে বদ্ধপরিকর৷ কংগ্রেস দল যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে৷ সম্প্রতি তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে ওই তিন রাজ্যের কৃষকদের যাবতীয় কৃষি ঋণ মুকুব করা হবে৷ ওই তিন রাজ্যে কংগ্রেস দল ক্ষমতায় আসার দুদিনের মধ্যেই কৃষি ঋণ মুকুব করা হয়েছে বলে উল্লেখ করেন রাহুল গান্ধী৷ কংগ্রেস দল কখনো প্রতিশ্রুতি খেলাপ করে না৷ ভারতের জাতীয় কংগ্রেস জাতীয় ঐতিহ্য নিয়েই কাজ করে চলেছে৷ ভবিষ্যৎও কংগ্রেসের এই চিন্তা ধারা বহাল থাকবে৷ ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির উপজাতিদের কল্যাণে কংগ্রেস দল কাজ করতে চায় বলে উল্লেখ করে রাহুল গান্ধী বলেন এজন্য কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে৷ কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরলে উপজাতিদের জন্য অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে৷ জেলা পরিষদের হাতে সরাসরি কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ করা হবে৷ পিছিয়ে পড়া ত্রিপুরার উপজাতী জনগণের কল্যাণে স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হবে৷

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার প্রয়াস চলছে তা বন্ধ করা হবে৷ এই অশান্তির বিসবৃক্ষ উপড়ে ফেলা হবে৷ তিনি বলেন, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে নিয়েছে৷ কিন্তু কংগ্রেস দল রাজ্যসভায় সেই বিল আটকে দিয়েছে৷ এই বিল কোনদিনই পাশ করাতে দেয়া হবে না বলে উল্লেখ করেন রাহুল গান্ধী৷ এ প্রসঙ্গে শ্রী গান্ধী আরও বলেন কংগ্রেস দল কখনো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না৷ যে প্রতিশ্রুতি দেয়া হয় তা বাস্তবায়িত করা হয়৷ বিজেপি ধর্মের নামে, বর্ণের নামে রাজনীতি করে৷ তারা রাজনীতিতে ব্যক্তি আক্রমণ চালায়৷ বিজেপির শাসন কালে দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব প্রশ্ণ চিহ্ণে এসে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ বিজেপিকে প্রতিহত করে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার জন্য কেন্দ্রে কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান৷ কংগ্রেসকে কেন্দ্রে ক্ষমতায় ফিরিয়ে আনলে দেশের চেহারাই বদলে দেওয়া হবে বলে উল্লেখ করেন রাহুল গান্ধী৷
লোকসভা নির্বাচন উপলক্ষে ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমুলুং এর খুম্পুই সুকল ময়দানে আয়োজিত সমাবেশে উপজাতি জনগণের আধিক্য পরিলক্ষিত হয়৷

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, এন সি টি নেতা অনিমেষ দেববর্মা, সদ্য বিজেপি দল ছেড়ে আসা বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *