আগরতলা, ২১ মার্চ(হি.স.) : প্রার্থী ঘোষণার সাথে সাথেই ত্রিপুরায় বিজেপি মনোনয়ন পত্র জমা দেওয়ারও প্রস্তুতি চুড়ান্ত করে ফেলেছে। শুক্রবার ত্রিপুরা পশ্চিম আসনে মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। স্থির হয়েছে আগামীকাল সকাল ১১টায় সুবিশাল মিছিল করে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন তিনি।

এদিকে, আগামি সোমবার ত্রিপুরা পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতি ত্রিপুরা মনোনয়ন পত্র জমা দেবেন। ওইদিন সুবিশাল মিছিল করে ধলাই জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন তিনি।
প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপির দুই প্রার্থী জানিয়েছেন, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুইটি আসন উপহার দেওয়ার সংকল্প নিয়েছি। জয় নিয়ে আমরা নিশ্চিত।