অফারপ্রাপ্ত বেকাররা চাকরির দাবিতে আন্দোলনে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ কংগ্রেস উপজাতি যুব সমিতি জোট সরকারের আমলে অফারপ্রাপ্ত বেকাররা চাকরির দাবিতে আন্দোলনে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। এ বিষয়ে কর্মসূচি গ্রহণ করতে রবিবার সকালে আগরতলায় স্টুডেন্ট হেলথ হোমে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বঞ্চিত ২১৮৬ জন বেকারকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে স্মারক লিপি প্রদান করা হবে। কংগ্রেস উপজাতি জোট সরকারের আমলের শেষ দিকে দু হাজার 186 জন বেকারকে চাকরি প্রদান করা হয়েছিল। শিক্ষা দপ্তরের প্রদেয় অফারগুলো শেষ পর্যন্ত সরকার বদল এর পর বাম সরকার বাতিল করে দেয়। তাদেরকে নিযুক্তি পত্র দেওয়া হয়নি। অনুনয় বিননয়  এবং আন্দোলন চালিয়ে তারা তাদের ন্যায্য অধিকার  আদায় করতে সক্ষম হননি।

তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় বলে দাবি করেন। সরকার পরিবর্তনের পর ওইসব বেকাররা চাকরির দাবিতে নতুন সরকারের দ্বারস্থ হয়। বেশ কয়েক দফা রাজ্য সরকারের দ্বারস্থ হয়েও চাকরির সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মিলেনি। সে কারণেই ওইসব বেকাররা সংগঠিত হওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। তারা নিজেদেরকে বাম বিরোধী দাবি করে বাম বিরোধী সরকারের কাছে চাকরির দাবি জানিয়েছেন। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে নতুন চাকরি নীতি গ্রহণ করা হয়েছে সেই নীতিতে ছাড় দিয়ে ওইসব বঞ্চিত বেকারদের চাকরিতে নিযুক্তি  পত্র দেওয়ার জন্য তারা সরকারের সহানুভূতি কামনা করেছেন। অবিলম্বে তাদের যুক্তি এবং বয়স উত্তীর্ণদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা না হলে তারাও আন্দোলনে সামিল হবেন বলে আগাম ইঙ্গিত দিয়েছেন। এর ফলে লোকসভা নির্বাচনের সামনে আরও একটি আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে।