নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার শান্তি নগর গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনার এখনো কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি৷ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ৷ কল্যান পুর থানা এলাকার শান্তিনগর গাও সভায় মাধ্যমিক পরীক্ষার্থী হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোনো সাফল্য নেই৷ হত্যাকাণ্ডের পর গত চারদিন কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কিন্তু এই ঘটনার আসল রহস্য এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি৷

ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনা সম্পর্কে ডি আই জি পি অরিন্দম নাথ, খোয়াই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্তসহ পুলিশের পদস্থ আধিকারিকরা কল্যাণপুর থানায় গিয়ে খোঁজ খবর নেন৷ কে বা কারা কেন এই মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন করেছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য আসেনি এখনো পর্যন্ত পুলিশের কাছে৷ ওয়াই জেলার পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত জানান গত ২৬ তারিখ পাওয়া গেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত পুলিশের কাছে আসেনি৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজিব বাবু৷ তিনি আরো জানান তদন্তের স্বার্থে কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের তদন্তে কোন ধরনের ঘাটতি নেই বলে দাবি করেছেন৷ যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের কিনারা করবে পুলিশ দাবি ভারপ্রাপ্ত পুলিশ সুপারের৷ কল্যাণ পুরের শান্তিনগর গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনার জেরে ওই এলাকার জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অবিলম্বে হত্যাকারীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য দাবী জানিয়েছেন এলাকার সর্বসাধারণ৷

