আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি ফেরার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছে সাজাপ্রাপ্ত এক আসামি। বুধবার সকালে কমলপুর আদালতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা গছে, এদিন সকালে জনি দেববর্মা নামের এক আসামির সাজা শোনাচ্ছিলেন বিচারপতি। তখনই পুলিশের নজরদারি এড়িয়ে পালিয়ে যায় জনি। আদালত চত্বর থেকে পুলিশের নজরদারি এড়িয়ে আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় হতভম্ব খোদ বিচারপতি।

এদিকে নিজেদের হেফাজত থেকে ফেরার আসামি জনিকে ধরতে কালোঘাম ছুটছে পুলিশের। সতর্কবার্তা পাঠানো হয়েছে পার্শ্ববর্তী থানাগুলোকে। পুলিশের এ ধরেনর ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতনমহল।

জানা গেছে, নাবালিকা খুনের দায়ে কমলপুর আদালত জনি দেববর্মাকে দোষী সাব্যস্ত করেছিল। আজ ছিল সাজা ঘোষণার দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *