শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা| জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ শিবির বালাকোটে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর থেকেই আন্তর্জাতিক সীমান্ত বরাবর লাগাতার আক্রমণ শানাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী| বুধবার সকালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধ বিমান এফ-১৬| জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে আকাশ থেকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে বোমাও নিক্ষেপ করে পাক যুদ্ধ বিমান| যদিও, ভারতীয় সেনাবাহিনীর তত্পরতায় নৌশরা সেক্টরের লাম উপত্যকায় পাকিস্তানি টেরিটোরি থেকে ৩ কিলোমিটারের মধ্যে গুলি করা হয় ওই যুদ্ধবিমানটিকে| এরপরই মাটিতে আছড়ে পড়ে পাক যুদ্ধবিমানটি| পাইলটের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি| অন্যদিকে পাকিস্তানে আকাশে ভেঙে পড়ে মিগ-২১ ভারতীয় যুদ্ধবিমান। চাপে পড়ে অবশেষে ফের একবার সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে বৈঠকে বসার আর্জি জানালেন তিনি। পাকিস্তানে ঢুকে যদি ওসামা বিন লাদেনকে হত্যা করতে পারে আমেরিকা, তবে তেমন অভিযান ভারতও করতে পারে। বুধবার আত্মপ্রত্যয়ের সঙ্গে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। চাপে পড়ে অবশেষে ফের একবার সুর নরম করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে বৈঠকে বসার আর্জি জানালেন তিনি।

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া হামলা, বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত| মঙ্গলবার গভীর রাত পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় ৪০টি জায়গায় (পুঞ্চ, রাজৌরি এবং জম্মু জেলা) সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানায় পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| যদিও, নিয়ন্ত্রণরেখা ওপার থেকে পাক হামলায় আহত হয়েছেন ৫ জন সেনা জওয়ান| এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি ট্যাংক লক্ষ্য করা গিয়েছে| বুধবার ভোরে সিয়ালকোট সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের ট্যাংক লক্ষ্য করা যায়|
এখানেই শেষ নয়, ৱুধবার সকালে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের কামালকোটে এলাকায় ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| শত্রুপক্ষকে মোক্ষম জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি হামলা ক্রমশ বেড়ে চলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বসবাসকারী মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে|
বুধবার সংক্ষিপ্ত টেলিভিশনের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান বলেন, পুলওয়ামা হামলার নিহতদের পরিবারবর্গের দুঃখ দুর্দশা বুঝতে পারছি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের সঙ্গে বৈঠকে রাজি। সন্ত্রাসবাদ থেকে কোনও ফায়দা তুলতে চাইছে না পাকিস্তান। ভারতের যা সমরাস্ত্র রয়েছে পাকিস্তানেরও ঠিক একই সমরাস্ত্র রয়েছে। কোনও ভুল সিদ্ধান্তের ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সেটা তাঁর এবং ভারতের প্রধানমন্ত্রীর হাতের বাইরে চলে যাবে বলে জানিয়েছেন তিনি। ভারতের আকাশ সীমায় পাকিস্তানি বিমান হানার প্রসঙ্গে বলতে গিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল ভারত। তাই পাল্টা শিক্ষা দিয়েছে পাকিস্তান। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে শান্তি আর্জি জানান ইমরান খান।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীশ কুমার বলেন, জঙ্গি হামলার চালানোর জন্য ছক কষছিল জইশ-ই-মহম্মদ। খবর পেয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। বুধবার সকালে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে হামলার চালানোর চেষ্টা করে পাকিস্তানি বায়ুসেনা। মূলত ভারতীয় সামরিক ঘাঁটিগুলিতে লক্ষ্য করে এই হামলা চালানো ছক কষেছিল পাকিস্তান। আকাশ সীমা লঙ্ঘন করে ভারতে ঢোকা একটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুলি করে ধ্বংস করে মিগ-২১ বাইসন। পদাতিক বাহিনীর তরফে দাবি করা হয়েছে বিমানটি আকাশ থেকে মাটি আছড়ে পড়ে। পাকিস্তানের দিকেই বিমানটি আছড়ে পড়ে। অন্যদিকে ভারতের একটি মিগ-২১ বিমান পাকিস্তানি গোলায় ভেঙে পড়ে। পাইলট নিখোঁজ। পাকিস্তান দাবি করেছে পাইলট তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তান অধিকৃত কাশ্মীর জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর বুধবার অরুণ জেটলি বলেন, পাকিস্তানের অ্যাবোটাবাদে ঢুকে যদি আমেরিকার নেভি সিল ওসামা বিন লাদেনকে খতম করতে পারে, তবে ভারতও তেমন অভিযান চালাতে সক্ষম। ‘স্বচ্ছ গঙ্গা’ শীর্ষক আলোচনা সভায় দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, নীতিন গড়করিকে পাশে বসিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে অরুণ জেটলি বলেন, এমন ধরণের হামলা চালানোর ইচ্ছা ছিল। এখন তা সম্ভব হয়েছে।
পাকিস্তানকে জল না দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে অরুণ জেটলি বলেন, নদীকে বরাবরই আমরা বাজার তৈরি ক্ষেত্র এবং পর্যটন হিসেবে দেখতাম। কিন্তু নীতিন গড়গরি সেই ধারণা বদলে দিয়েছে।
বুধবার সংক্ষিপ্ত টেলিভিশনের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান বলেন, পুলওয়ামা হামলার নিহতদের পরিবারবর্গের দুঃখ দুর্দশা বুঝতে পারছি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের সঙ্গে বৈঠকে রাজি। সন্ত্রাসবাদ থেকে কোনও ফায়দা তুলতে চাইছে না পাকিস্তান। ভারতের যা সমরাস্ত্র রয়েছে পাকিস্তানেরও ঠিক একই সমরাস্ত্র রয়েছে। কোনও ভুল সিদ্ধান্তের ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সেটা তাঁর এবং ভারতের প্রধানমন্ত্রীর হাতের বাইরে চলে যাবে বলে জানিয়েছেন তিনি। ভারতের আকাশ সীমায় পাকিস্তানি বিমান হানার প্রসঙ্গে বলতে গিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল ভারত। তাই পাল্টা শিক্ষা দিয়েছে পাকিস্তান। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে শান্তি আর্জি জানান ইমরান খান।