নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ ভারতীয় বায়ুসেনার সফল সার্জিক্যাল স্ট্রাইক ২-এ গোটা দেশের সঙ্গে উল্লসিত ত্রিপুরাও৷ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বাজিপটকা পুড়িয়ে নিজের নিজের আনন্দ ব্যক্ত করছেন রাজ্যের আমজনতা৷রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একই খবর পাওয়া যাচ্ছে৷ জানা গেছে, ত্রিপুরার রাজধানী থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে একই ধাঁচে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন জনসাধারণ৷ ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গিহানার প্রতিশোধ ভারত নিয়েছে৷

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে বীরত্বের প্রদর্শ করায় সংশ্লিষ্ট ভারতীয় বায়ুসেনাকে অকুণ্ঠ সাবাসি দিচ্ছেন জনতা৷ মঙ্গলবার ভোররাত প্রায় সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৪০ কিলোমিটার ভিতরে ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমানের হামলায় ধবংস করা হয়েছে জইশ-ই-মহম্মদের জঙ্গিকারখানা বৃহৎ জঙ্গিঘাঁটি৷ এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে সাধুবাদ জানাচ্ছেন ত্রিপুরার জনতা৷