পৃথক দুই সড়ক দুর্ঘটনা, আহত ৪ সংকটজনক ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ আগরতলা শহরে ফের যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷ এবারও দিবাভাগের বদলে রাতে সংঘটিত হয়েছে সড়ক দুর্ঘটনা৷ খবরে প্রকাশ, শনিবার গভীর রাত আনুমানিক দুটো নাগাদ শহরের রামনগর ফাঁড়ি এলাকায় টিআর ০১ এক্স ৫৮৭৮ নম্বরের বাইক দুর্ঘটনায় দুই যুবক গুরুতর আহত হয়েছে৷ আহতদের রামনগরের টুটন দাস (২৭) দশমীঘাটের অভিজিৎ মজুমদার (২৪) বলে শনাক্ত করা হয়েছে৷


জানা গেছে, আহত দুজনকে স্থানীয়রা আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে নিয়ে ভরতি করিয়েছেন৷ হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি দ্রুতগতিতে ছিল৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে৷


অপরদিকে এদিন রাতে আগরতলা শহরের রাধানগর মোটরস্ট্যান্ড এলাকায় গাড়ির ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গেছে, রাধানগর মোটরস্ট্যান্ডে তাঁরা তাঁদের বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন৷ সে-সময় আচমকা দুরন্ত একটি ইকো গাড়ি সজোরে এসে দুই পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন উভয়ে৷ খবর পেয়ে শ্যামলীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পথচারীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ তাঁদেরও হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ৷ চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, আহত দুজনের শারীরিক অবস্থা সংকটজনক৷ তাদের মাথা এবং শরীরের কয়েকটি জায়গায় গুরুতর আঘাত লেগেছে৷ আহতরা কমলাঘাটের জয়দীপ দাস এবং অভয়নগরের রূপক মণ্ডল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *