BRAKING NEWS

নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মানবাধিকার সুরক্ষিত করার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন, কেন্দ্র-প্রতিরক্ষা মন্ত্রককে নোটিশ

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দেশকে সুরক্ষিত করার দায়িত্ব যাদের কাঁধে। জম্মু ও কাশ্মীরে মোতায়ন থাকা সেইসব নিরাপত্তা বাহিনীর মানবাধিকার কতটা সুরক্ষিত তাই নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মানবাধিকার সুরক্ষিত করার দাবি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দারস্থ হলেন দুই জওয়ানের মেয়েরা। সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন প্রীতি কেদার গোখলে এবং কাজল মিশ্র। নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মানবাধিকার সুরক্ষার বিষয়ে দায়ের করা পিটিশন গৃহীত করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জীব খান্না। ইতিমধ্যেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার, প্রতিরক্ষামন্ত্রক, জম্মু ও কাশ্মীর সরকার, জাতীয় মানবাধিকার কমিশনে নোটিশ পাঠিয়েছে আদালত।


সিআরপিএফ-এর প্রাক্তন জওয়ানের মেয়ে বছর ২০ বয়সী কাজল মিশ্র এবং লেফটেনেন্ট কর্নেল কেদার গোখলের মেয়ে প্রীতি কেদার গোখলে (১৯) সুপ্রিম কোর্টে এই পিটিশন দায়ের করেন। জম্মু ও কাশ্মীরে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে উন্মত্ত জনতা পাথর ছোড়ে। বিভিন্ন উপায়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আক্রমণ করা হয়। ফলে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে উপত্যকায়। এর বিষয়ে ২০১৮-র ফেব্রুয়ারিতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দ্বারস্থ হয় কাজল মিশ্র এবং প্রীতি কেদার গোখলে। জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রকে নোটিশ পাঠায়। প্রথমে কেন্দ্র বলে এর সমাধান হওয়া প্রয়োজন। কিন্তু পরে বিষয়টি জম্মু ও কাশ্মীরের ঘাড়ে চাপিয়ে দেয় কেন্দ্র। এরপরেই অবশেষে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় দুই পিটিশনকারী। পিটিশনে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নীতি নির্ধারণ করার আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *