বারাণসী, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : কলেজ ক্যাম্পাসের মধ্যে ছাত্র নেতা গুলিতে খুন। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি বারাণসীর উদয় প্রতাপ কলেজে ঘটেছে। বছর ২২-এর বিবেক সিং বাণিজ্যে বিভাগের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পাশাপাশি উদয় প্রতাপ কলেজের ছাত্র নেতাও ছিল সে। রবিবার রাতে কলেজ ক্যাম্পাসের ভেতরে হস্টেলের বাইরে একদল দুষ্কৃতী বিবেকের উপর চড়াও হয়ে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য পড়ুয়ারা। তারা দেখতে পান চারিদিকে চাপ চাপ রক্তের মাঝে বিবেক পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে বিবেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ কুলকর্নি জানিয়েছেন, বিবেক সিং-এর উপর ০.৩২ বোরের পিস্তল থেকে আটবার গুলি চালানো হয়। এই হত্যা কাণ্ডে জড়িতদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদেরও ডাকা হয়েছে। ছাত্র নেতার খুন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জেলাশাসক সুরেন্দ্র সিং। ছাত্র নেতার খুনের জেরে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ দেখায় ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ক্যাম্পাসের ভেতর এবং বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
উল্লেখ্য, আজমগড় জেলার জামুনদেহ গ্রামের বাসিন্দা ছিলেন বিবেক সিং।