আহত অমিত কুমারকে দেখতে এইমসে রাজনাথ

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : আহত ডিআইজি অমিত কুমারকে দেখতে রবিবার দিল্লির এইমসে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখানে গিয়ে অমিত কুমারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজনাথ। চিকিৎসক এবং ডিআইজির পরিজনেদের সঙ্গেও কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং বলেন, ‘অমিত কুমারের মতো অফিসারের জন্য বাহিনী মনোবল অনেকাংশে বেড়ে গিয়েছে। তাঁর সাহসিকতা এবং বীরত্বকে কুর্নিশ জানাই।’ পরে এই প্রসঙ্গে ট্যুইটারে রাজনাথ সিং লেখেন, ‘এইমস গিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিআইজি অমিত কুমারের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে। সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি দমন অভিযানে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

’গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। এরপরেই ১৮ ফেব্রুয়ারি পুলওয়ামার পিঙ্গলানে জইশ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। যে জায়গায় সিআরপিএফ কনভয়ের উপর জঙ্গি হামলা হয়েছিল তার থেকে ১২ কিলোমিটার দূরে এই অভিযান চালানো হয়। সংঘর্ষে পুলওয়ামা হামলার মূলচক্রী কামরান সহ একাধিক জঙ্গিকে নিকেশ করা হয়। জঙ্গিদের গুলিতে এক মেজর সহ শহিদ হন চার সেনা জওয়ান। সংঘর্ষ চলাকালীন গুরুতর আহত হন রাজ্য পুলিশের ডিআইজি অমিত কুমার। তৎক্ষণাৎ তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এয়ার লিফট করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আনা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত। উল্লেখ্য, ২০০৬ ব্যাচের জম্মু ও কাশ্মীর আইপিএস ক্যাডার অমিত কুমারকে দক্ষিণ কাশ্মীরের দায়িত্বে দেওয়া হয়েছিল। রাজনাথ সিং আগের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আহত ডিআইজিকে দেখতে এইমসে যান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *