উন্নাও (উত্তর প্রদেশ), ২১ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের উন্নাওয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন| ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন আরও ১৮ জন| বৃহস্পতিবার ভোররাত দু’টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে, মির্জাপুর আজিগাওয়ান গ্রামের কাছে| সার্কেল অফিসার অম্বরিশ ভাদুরিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে দিল্লি থেকে বিহারের মুজাফফরপুর অভিমুখে যাচ্ছিল একটি বাস| সেই সময় পাইপ বোঝাই একটি ট্রাক আসছিল|

ভোররাত তখন দু’টো হবে, মির্জাপুর আজিগাওয়ান গ্রামের কাছে ডিভাইডারে ধাক্কা মারার ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| এরপর ট্রাক থেকে প্রচুর পাইপ এক্সপ্রেসওয়ের উপর পড়ে যায়| উল্টোদিক থেকে বাস বেসামাল হয়ে উল্টে যায় এবং একটি গাড়ির পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন মহিলা এবং দু’টি শিশু-সহ ৬ জনের| কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ১৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|