লোকসভা ভোট ঃ অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে প্রদেশ কংগ্রেসের গুচ্ছ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ আগামী ২৪ ফেব্রুয়ারী পিসিসির বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আদিবাসী কংগ্রেসের এক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত হবে৷ মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানানা হয়েছে৷ এছাড়াও আগামী ২৫ ফেব্রুয়ারী রাজ্যের কৃষক এবং বেকারদের বিভিন্ন সমস্যা নিয়ে পিসিসি সহ অন্যান্য শাখা সংগঠনগুলির পক্ষ থেকে রাজভবন অভিযানেরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷


তিনি জানান, দেশের সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই কৃষকদের ঋণ মুকুব করা হবে বলে জানানো হয়েছিল৷ কার্য ক্ষেত্রে কোনও ক্ষেত্রে করা হলেও সব ক্ষেত্রে করা হয়নি৷ কংগ্রেস জোট সরকার প্রতিষ্ঠিত হলে মাত্র দুই দিনের মধ্যে এই কৃষি ঋণ মুকুবের কথা জানালেন পিসিস সভাপতি৷ শুধু কৃষি নয়, স্বনির্ভর প্রকল্পে বেকারদের মধ্য থেকে যারা ঋণ পরিশোধ করতে পারছে না, কিংবা জিএসটি নিয়েও রাজ্যে ছোট ব্যবসায়ীদের যারা এই জিএসটি এবং নোটবন্দীর কারণে দেওয়ালিয়া হয়ে গিয়েছিল৷ বুধবার তাদের হয়েও সুর চড়ালেন বীরজিৎবাবু৷ বললেন, সহসাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে৷ তাঁর কথায়, মূলত এই দাবীগুলিকে সামনে রেখেই ২৫ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপাল কাপ্তান সিং শোলাঙ্কির কাছে একটি স্মারকলিপি তুলে দেবেন তারা৷


সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি বীরজিৎবাবু জানান, ঐতিহাসিক এই র্যালীতে অংশ নিতে রাজ্যে আসছেন সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নানা পাতুলি এবং ২৪ ফেব্রুয়ারী আদিবাসী সম্মেলনে যোগ দিতে আসছেন সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান বিলিয়ে নায়েক তেজবাগ৷ এছাড়াও ২৫শে রাজভবন অভিযানের উদ্দেশ্যে ২৪ ফেব্রুয়ারীই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসবেন প্রায় পাঁচ হাজারের মতো কর্মী সমর্থক৷


সাংবাদিক সম্মেলনে বীরজিৎবাবু রাজ্যের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে এদিন রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করেন৷ কৃষকদের জন্য মাসান্তে যে ছয় হাজার টাকার কথা বলা হচ্ছে তাতে বীরজিৎবাবু কটাক্ষ করে বলেন, দৈনিক মাত্র সতের টাকা করে প্রদানের সিদ্ধান্তই নেওয়া হয়েছে৷
সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক প্রদ্যুৎ কিশোর দেববর্মনও এদিন বেশ কিছু ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল এমনকি সর্বভারতীয় ক্ষেত্রেই কৃষকদের অবস্থা এখন করুণ৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ক্ষমতায় এলে বিজেপি যে ফের এই বিলটি পাশ করাতে ততৎপর হবে সে বিষয়ে সন্দেহ নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *