নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম দিল্লির হরিনগর জেলায় আসবাবপত্রের মার্কেটের কাছে অবস্থিত একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে । আগুনে পুড়ে গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। একটি বহুতলের নিচে অবস্থিত ছিল গুদামটি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় তিন ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।

পুলিশের এক আধিকারিক জানিযেছেন, বুধবার গভীর রাতে খবর পায় পশ্চিম দিল্লির হরিনগর এলাকায় অবস্থিত একটি আসবাবপত্রের গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে যায়। কিছুক্ষণের চার তলা বিল্ডিংয়ের পুরোটায় আগুন ধরে যায় ।স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়। এরপর দমকল কর্মীদের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গিয়েছে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগল তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।