রায়পুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম এক জওয়ান

রায়পুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামার ঘটনার রেশ এখনও কাটেনি। গোটা দেশ পাকিস্তানের উপর বদলা নেওয়ার দাবিতে উত্তাল। এরই মাঝে ফের গুলির লড়াই শুরু ছত্তিসগড়ের সুকমায়। বৃহস্পতিবার মাওবাদীদের সঙ্গে সিআরপিএফের কোবরা বাহিনীর মধ্যে ব্যাপক গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইয়ে কোবরা বাহিনীর একজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সুকমাতে এদিন হঠাত করেই কোবরা জওয়ানদের উপর হামলা চালায়। যদিও মাওবাদীদের প্রত্যুত্তর দেয় সিআরপিএফের জওয়ানরাও।প্রসঙ্গত, গত বছর ভয়ঙ্কর মাওবাদী হামলা ঘটে ছত্তিশগড়ের সুকমায় ৷ মাওবাদী হামলায় কেঁপে ওঠে ছত্তিসগড় ৷ ঘটনায় খতম হয় ৮ জঙ্গি ৷ শহিদ হন দুই জওয়ানও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *