ঢাকার চকবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৮১, ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মৃত্যুমিছিল অব্যাহত বাংলাদেশের রাজধানী ঢাকায়| মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত ঢাকার চকবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৮১| যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মৃতের সংখ্যা ৭০| মৃতের সংখ্যা আরও বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে| বুধবার রাত ১০.৩০ মিনিট নাগাদ ঢাকার চকবাজারের নন্দকুমার দত্ত রোডের একেবারে শেষপ্রান্তে মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে ভয়াবহ আগুন লাগে| ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্ল্যাস্টিকের গোডাউন ছিল| উপরে ছিল পারফিউমের গোডাউন| আবাসনের নিচে রাসায়নিক গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে| আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ৩৭টি ইঞ্জিন| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা|
ততক্ষণে সবশেষ| আগুন নিয়ন্ত্রণে আসতেই একের পর এক নিথর অগ্নিদগ্ধ ঝলসানো দেহ উদ্ধার হতে থাকে| প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচটি মরদেহ উদ্ধার করেছিলেন দমকল কর্মীরা| বৃহস্পতিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৯| এরপর আরও ২১টি মৃতদেহ উদ্ধার হয়| সবমিলিয়ে দুপুর বারোটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ (সরকারি সূত্রে ৭০)| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে দগ্ধ ও জখম অবস্থায় প্রায় ৪১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদেহ গুলির মধ্যে ৪০ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে| আইজিপি ড. জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| যেহেতু এখানে কেমিক্যাল গোডাউন, প্রচুর রাসায়নিক পদার্থ ছিল| ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে|’এখনও যে কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাঁরা হলেন-রাজু (৩০), তাঁর ভাই মাসুদ রানা (৩৫), সিদ্দিকুল্লাহ (৪৫), আব বকর সিদ্দিক (২৭), আলি মিয়া (৭৫), মোশাররফ হোসেন (৩৮), কামাল হোসেন (৫২), ইয়াসিন খান রনি (৩২), জুম্মন (৬৫), এনামুল হক (২৮), মদিবর হাওলাদার (৪৫), মুফতি ওমর ফারুক (৩৫), মহম্মদ আলি (৩২) ও তাঁর ভাই আবু রায়হান (৩১), তাঁর ছেলে আবু রায়হান (৩১), তাঁর ছেলে আরাফাত (০৩), ইমতিয়াজ ইমরোজ (২৪), হেলাল (৩০), ওয়াফিউল্লাহ (২৫), সোনিয়া (২৮), স্বামী মিঠু (৩৫), তাঁদের ছেলে শাহিদ (০৩), রহিম দুলাল (৪৫), হিরা, নাসির, মঞ্জু, আনোয়ার, কাওচার, শায়লা খাতুন, আরমান হোসেন রিমন, মামুনুর রশীদ, আবু তাহের, রুবেল, সৈয়দ সালাউদ্দিন, মুসা, ইলিয়াস মিয়া, মিজানুর, আসিফ, মহম্মদ হোসেন, বাবু, খলিলুর, নূর ইসলাম হানিফ, নবিউল্লাহ খান|
বাংলাদেশে রাজধানী ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা| শোকবার্তায় রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ জানিয়েছেন, ‘ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করছি| নিহতদের আত্মার শান্তি কামনা করি|’ রাষ্ট্রপতির পাশাপাশি শোকবার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় ব্যথিত| মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা|’ জখমদের যথাযথ চিকিত্সা এবং নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহযোগিতা করার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী| বাংলাদেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| শোকবার্তায় মমতা জানিয়েছেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে খুবই শোকাহত হলাম| নিহতদের পরিবারকে জানাই সমবেদনা| আহতদের দ্রুত আরোগ্য কামনা করি|’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ভয়াবহ এই অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ গোটা বাংলাদেশ| শোকস্তব্ধ প্রতিবেশী রাষ্ট্র ভারতও| আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনন্দ এবার ফিঁকে হয়ে গেল বাংলাদেশে| এদিকে, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *