নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়াবে সৌদি আরব। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন যুবরাজ মহম্মদ বিন সলমন। অন্যদিকে পুলওয়ামার জঙ্গি হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সন্ত্রাসবাদে আজ যে গোটা বিশ্ব আক্রান্ত তার বড় উদাহরণ হচ্ছে পুলওয়ামা। যেসব দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন।’ বুধবার দুই দেশ পাঁচটি চুক্তি স্বাক্ষরিত করেছে।
এদিন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন বলেন, ‘সন্ত্রাসবাদ এবং চরমপন্থা দুই দেশের কাছেই চিন্তার বিষয়। এই বিষয়ে সমস্ত রকমের সহযোগিতা ভারতকে করব। ভারত ছাড়াও অন্যান্য প্রতিবেশী দেশকে সহযোগিতা করবে সৌদি আরব। সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করবে দুই দেশ।’ এদিন বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে তথ্য আদানপ্রদান নিয়েও সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যেসব দেশ সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অবিলম্বে চাপ বাড়ানো হোক। সন্ত্রাসবাদীদের জন্য যুব সম্প্রদায় যাতে বিপথগামী না হয় সে বিষয়ে দুই দেশ কাজ করবে।