লখনউ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাটা একান্ত জরুরি। শনিবার এমনই দাবি করলেন সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব।এদিন শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুলায়ম সিং যাদব বলেন, প্রশাসনের উচিত দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। পুলওয়ামায় জঙ্গি হামলায় হৃদয়বিদারক। যার জেরে গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশকে রক্ষা করতে গিয়ে পুলওয়ামায় ৪০ জওয়ান শহিদ হয়েছে। আজ গোটা দেশ শহিদদের জন্য গর্বিত। শোকস্তব্ধ পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। ব্যক্তিগত ভাবে আমি মনে করি শহিদ ৪০ জওয়ানের মধ্যে বেশির জওয়ানই আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে এসেছে।

শহিদদের মধ্যে অনেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাই এই সকল পরিবারগুলির আর্থিক সাহা্য্যও বড় হওয়া চাই। জঙ্গি দমনে সেনাবাহিনীকে সব রকমের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা একান্ত জরুরি। প্রশাসন যদি এমন পদক্ষেপ নেয় তবে জঙ্গিদের আত্মবিশ্বাসে ফাটল ধরবে।