নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার পুলওয়ামার ভয়ানক আত্মঘাতী জঙ্গি হামলার পর শুক্রবার সিআরপিএফের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, \”এই ঘটনা কখনও ভুলব না আমরা। কখনও ক্ষমা করব না। পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। সকল শহিদ ভাইয়ের পরিবারের পাশে রয়েছি আমরা। এই ধরনের ঘটনার প্রতিশোধ নেওয়া হবে।\” এদিন ইতিমধ্যেই এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি)-র অ্যাডভাইসর অজিত দোভাল পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে সকল নিরাপত্তা বাহিনী এবং এজেন্সির সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বিকেলে জৈইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা। আহত ও জখমের সংখ্যা প্রচুর। কাপুরুষোচিত এই জঙ্গি হামলাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশের সমস্ত রাজনৈতিক নেতা। পুলওয়ামা হামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনআইএ-র হাতে। প্রতিবাদ, শোক, ক্ষোভে ফেটে পড়ছে গোটা দেশ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, \”পাকিস্তান দেশকে অস্থির করে তুলতে চাইছে। দেশ ও জাতি সেনাবাহিনীর প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তাঁদের আত্মবলিদান বিফলে যাবে না। আমরা এই আক্রমণের জবাব দেব।\” এদিন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। রাজ্যের একধিক এলাকায় জারি করা হয়েছে কারফিউ।