নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার রাজধানীর নিউ দিল্লি রেল স্টেশন থেকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি শতাব্দীর উত্তরসূরি এবং সেমি-হাই স্পিড ট্রেন ১৮, যা সর্বোচ্চ ১৬০ কিলোমাটার প্রতি ঘন্টা বেগে চলবে। শতাব্দী এক্সপ্রেসের মতো এই ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এ থাকছে ট্রাভেল ক্লাস এবং সেই সঙ্গে আরও অনেক সুযোগ-সুবিধা।
দিনে ৯ ঘন্টা ৪৫ মিনিট সময়ের মধ্যে দিল্লি থেকে বারাণসী যাবে ‘বন্দে ভারত এক্সপ্রেস’।

এই সময়ের মধ্যেই এই সেমি-হাই স্পিড ট্রেন ১৮, ‘বন্দে ভারত এক্সপ্রেস’ এলাহাবাদ ও কানপুরে ৪০ মিনিট করে দাঁড়াবে যেখানে কিছু বিশেষ কর্মসূচি থাকবে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে ট্রেনটির ভেতরের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলি খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন প্রধানমন্ত্রী। এরপর এখানে এই উপলক্ষ্যে একটি জনসভা করেন তিনি। এই ‘বন্দে ভারত এক্সপ্রেস’ ট্রেনটিতে থাকছে ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ যার মধ্যে দুটি এক্সিকিউটিভ ক্লাস। মোট ১১২৮ জন যাত্রীর জন্য আসন থাকছে ট্রেনটিতে। শতাব্দী এক্সপ্রেসের সমান সংখ্যক কোচ থাকা সত্ত্বেও এই ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর রেকগুলি আরও উন্নতমানের। এই ট্রেনের এমনকি ড্রাইভিং কোচেও ইলেক্ট্রিক তার ও সুইচ ইত্যাদি সরঞ্জামগুলি কোচ এবং সিটের নিচ দিয়ে বিন্যস্ত করা আছে।