শিমলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ভারী তুষারপাতের জেরে এমনিতেই বিপর্যস্ত হিমাচল প্রদেশ। প্রবল ঠাণ্ডার কামড়ের পাশাপাশি শিমলার কোনও কোনও জায়গা পুরু বরফের আচ্ছাদনে ঢেকে গিয়েছে। পিছিয়ে নিয়ে মানালিও। এই মুহূর্তে হিমাচল প্রদেশের শীতলতম স্থান লাহাউল এবং স্পিতি জেলা। লাহাউল এবং স্পিতি জেলায় গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট সমস্ত কিছু ঢেকে গিয়েছে পুরু বরফে। এমতাবস্থায় আবারও ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হল হিমাচল প্রদেশে। শিমলার আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে কুল্লু ও শিমলায়। ভারী তুষারপাতের আশঙ্কায় সতর্ক করা হয়েছে প্রশাসনকেও।
প্রশাসন সূত্রের খবর, ভারী তুষারপাতের আশঙ্কায় সোমবার এবং মঙ্গলবার কুল্লু ও শিমলায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় স্কুল খুলবে আগামী ১৩ ফেব্রুয়ারি, বুধবার। প্রসঙ্গত, শুধু হিমাচল প্রদেশ নয়, এই মুহূর্তে প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীরও। ভারী তুষারপাতের জেরে গত কয়েকদিন ধরেই অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে। ঠাণ্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য।