সুপ্রিম কোর্টেও আবেদন খারিজ, সরকারি বাংলো ছাড়তেই হবে তেজস্বী যাদবকে

নয়াদিল্লি ও পাটনা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): আর কোনও বিকল্প নেই| এবার সরকারি বাংলো ছাড়তেই হবে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদবকে| পাটনা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বীর আবেদন| ২০১৫ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব| ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব| উপ-মুখ্যমন্ত্রী থাকাকালীন তেজস্বী যাদবকে বিহার সরকারের পক্ষ থেকে সরকারি বাংলো দেওয়া হয়| কিন্তু, এখন তিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী নন, তাই তাঁকে সরকারি বাংলো ছেড়ে দিতে বলা হয়|

কিন্তু, সরকারি বাংলো ছাড়তে নারাজ লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব| বিহার সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে পাটনা হাইকোর্টে আবেদন করেছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব| চলতি বছরের ৭ জানুয়ারি তেজস্বী যাদবের সেই আবেদন খারিজ করে দিয়েছিল পাটনা হাইকোর্ট| পাটনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তেজস্বী| কিন্তু, শুক্রবার সুপ্রিম কোর্টেও জোরালো ধাক্কা খেলেন তেজস্বী| অর্থাত্ সরকারি বাংলো এবার ছাড়তেই হবে তেজস্বীকে| এদিন তেজস্বীর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| আবেদন খারিজ করার পাশাপাশি তেজস্বীকে ৫০ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|উল্লেখ্য, ২০১৫ সালে বিহারের রাঘোপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হন তেজস্বী যাদব| বিহারের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী করা হয় তেজস্বী যাদবকে| ২০১৫ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *