নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ ফেব্রুয়ারী৷৷ সোমবার রাতে আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে রেলের নীচে কাটা পড়ে তিন টুকরো হয়ে যায় এক যুবক৷ ঘটনাটি ঘটে চড়িলামের কড়ইমুড়াস্থিত রেলব্রিজ সংলগ্ণ স্থানে৷ রেলে কাটা পরে এমনই অবস্থা হয়েছে ওই যুবকের যে, কেউ তাকে সনাক্ত করতে পারেনি৷
তবে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনার পর রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ পুলিশের প্রাথমিক ধারণা হয়েতো ওই যুবক আত্মহত্যা করেছে৷ তবে পুলিশ মৃত যুবকের পরিচয় জানতে তথ্য অনুসন্ধান শুরু করে দিয়েছে৷