নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল প্রদ্যুতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল অসাংবিধানিক দাবি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ পাশাপাশি সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সাথে দেখা করে রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করার আবেদন জানিয়েছেন তিনি৷ ওইসময় তাঁর সাথে ছিলেন পূর্বোত্তরের কংগ্রেস সাংসদরা, নেসু’র প্রতিনিধি এবং অখিল গগৈ৷ তাঁরাও রাহুল গান্ধির কাছে রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করার আবেদন জানিয়েছেন৷ রাহুল গান্ধির তাঁদের সাথে একমত এবং কংগ্রেস রাজ্যসভায় এই বিলের বিরোধীতা করবে বলে আশ্বস্ত করেছেন৷


এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লি থেকে টেলিফোনে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল আটকানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি৷ তাঁর কথায়, এই বিল ভারতীয় সংবিধানের পরিপন্থি৷ তাই, এই বিল আটকানো খুবই জরুরি৷ তিনি জানান, এই মর্মে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছি৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সুপ্রিম কোর্টের বরিষ্ট আইনজীবী সলমন খুরশীদ শীর্ষ আদালতে তাঁদের পক্ষে এই মামলা পরিচালনা করবেন৷ প্রদ্যুতের দাবি, সুপ্রিম কোর্ট পিটিশন গ্রহণ করে নোটিশ জারি করেছে৷ খুবই শীঘ্রই এই মামলায় শুনানি শুরু হবে৷
এদিন তিনি জানান, আইএনপিটি সভাপতি বিজয় রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এবং আত্মসমর্পণকারী জঙ্গী রঞ্জিত দেববর্মাকে সাথে নিয়ে আজ সলমন খুরশীদের সাথে এই মামলা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির সাথেও বৈঠক করেছি৷


তিনি জানান, পূর্বোত্তরে কংগ্রেসের সাংসদরা, নেসু’র প্রতিনিধিরা, বেশ কয়েকটি এনজিও এবং অখিল গগৈকে নিয়ে আজ রাহুল গান্ধির সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভা বিরোধীতা করার জন্য কংগ্রেসের কাছে আবেদন জানানো হয়েছে৷ এই বিল পূর্বোত্তর এবং গোটা দেশের জন্য ভয়ঙ্কর, তা কংগ্রেস সভাপতির কাছে তুলে ধরা হয়েছে৷ কংগ্রেস সভাপতিও তাঁদের সাথে একমত বলে জানিয়েছেন৷ প্রদ্যুতের কথায়, রাজ্যসভায় কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করবে বলে রাহুল গান্ধি আশ্বাস দিয়েছেন৷ এদিকে, মঙ্গলবার শিবসেনা এবং জেডিও সাংসদের সাথেও এই বিল নিয়ে তাঁরা বৈঠক করবেন বলে প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন৷
এদিকে, আজ প্রদেশ কংগ্রেসও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, এই বিলের তীব্র বিরোধী আমরা৷ আগামী ২০ থেকে ২৫ ফেব্রুয়ারী গুয়াহাটিতে এনইসিসি’র বৈঠক অনুষ্ঠিত হবে৷ মুকুল সাংমার নেতৃত্বে ওই বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা নিয়ে প্রস্তাব গৃহীত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *