রহস্যমৃত্যু ঊনকোটি জেলা হাসপাতালের জিডিএ কর্মীর

কৈলাসহর (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : রহস্যজনক মৃত্যু হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালের জিডিএ কর্মী পরিতোষ দাসের (৪৩)। জানা গেছে, রবিবার রাত থেকে পরিতোষ দাস নিখোঁজ ছিলেন। পরিতোষবাবুর নিখোঁজ সংক্রান্ত এক এফআইআর দায়ের করা হয়েছিল কৈলাসহর থানায়। এফআইআর-এর ভিত্তিতে পুলিশ একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে তল্লাশি শুরু করে। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি।

পরবর্তীতে আজ সোমবার দুপুরে একটি পরিত্যক্ত জলাশয় থেকে নিখোঁজ পরিতোষ দাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, জলাশয়ে এক মৃতদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তাকে পরিতোষ দাস বলে শনাক্ত করা হয়। মৃত পরিতোষের দেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে কী কারণে পরিতোষের মৃত্যু হল, কী করে-ই-বা তার মৃতদেহ জলাশয়ে এল সে সম্পর্কে পুলিশ এখনও সঠিক তথ্য পায়নি। তাছাড়া এ ঘটনা খুনঘটিত কি না এবং খুন হলে এর সঙ্গে কে বা কারা যুক্ত সে বিষয়ে কৈলাসহর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।