বিগ ব্যাশ থেকে অবসর ঘোষণা ব্রেন্ডন ম্যাকালামের

সিডনি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের হয়ে আগেই অবসর নিয়ে ফেলেছেন তিনি৷ এবার অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ ব্যাশ থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম৷তাঁর ব্যাটে অনেক বিধ্বংসী ইনিংস দেখেছে ক্রিকেটবিশ্ব৷ ক্রিজে এসে ধাতস্থ হওয়া সময় নেন না৷ বাইশ গজে বিশ্বের তাবড় বোলারদের শাসন করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালাম৷ নিউজিল্যান্ডের হয়ে আগেই অবসর নিয়ে ফেলেছেন তিনি৷ শুধুই জনপ্রিয় ক্রিকেট লিগগুলিতে ব্যাট হাতে বোলারদের শাসন করতেন৷ এবার দেশ-বিদেশের ক্রিকেট লিগগুলি তাঁদের অন্যতম আকর্ষণ হারাতে বসেছে৷এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ম্যাকালাম৷ লিগের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ধুঁয়াধার ব্যাটসম্যান৷ রবিবার অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারানোর পর দলকে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানান ম্যাকালাম৷ শুক্রবার এই লিগে তাঁর শেষ ম্যাচ খেলবেন তিনি৷


এবারের আইপিএল-এ তিনি অবিক্রিত রয়েছেন৷ ফলে আইপিএলের দ্বাদশ সংস্করণে ব্যাট হাতে তাঁকে পাওয়া যাচ্ছে না৷ ম্যাকালামের পক্ষ থেকে সরকারি কোনও উত্তর পাওয়া না গেলেও জানা গিয়েছে ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিং কেরিয়ারকে বেছে নিতে চলেছেন তারকা ব্যাটসম্যান৷ সেই ইঙ্গিত আগেই দিয়েছেন ম্যাকালাম৷ ক্রিকেটমহলে জল্পনা, তবে কি আইপিএলেই এবার অন্য ভূমিকায় ফিরতে চলেছেন ম্যাক? তবে কি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা সহকারী কোচ হিসেবে নতুন ভূমিকায় ম্যাকালাম! অবসরের পর সেই জল্পনাই উসকে দিলেন কিউয়ি তারকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *