দেওঘর, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের। নিহত পাঁচ। পাশাপাশি ৩০ বেশি মানুষ আহত। রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঝাড়খণ্ডের ভাবানগরীর কাঞ্চুয়াবাঁক এলাকায় ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল বাসটি একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। বাস ছাদ পুরোপুরি ভেঙে পড়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে বাসের মধ্যে থাকা প্রত্যেকেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থক। দুমকায় একটি রাজনৈতিক সমাবেশ শেষ করে ফিরছিল। এদিন ভোর চারটে নাগাদ ভাবানগরীর কাঞ্চুয়াবাঁক এলাকায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল বাসটি একেবারে দুমড়ে মুছড়ে যায়। বাসের ছাঁদ পুরোপুরি উড়ে গিয়েছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় দেওঘর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতা প্রত্যেকেই মারগোমুন্ডা ব্লকের বাঘমারা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। নিহতদের শনাক্ত করা গিয়েছে। নিহতরা হলেন বন্ধন হাসদা, সুরজমুনি সোরেন, পানওয়াতি সোরেন, লগুমুনি মুর্মু এবং সুনীল মারান্ডি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।