নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ও ভারতীয় টাকা-সহ প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেছেন৷ ঘটনাটি ঘটেছে কমলাসাগরের মিয়াঁপাড়া সীমান্তে৷ জানা গেছে, মিয়াঁপাড়া বিওপি-তে নিয়োজিত বিএসএফ-এর কমান্ডেন্টের নেতৃত্বে এই অভিযান হয়৷ সীমান্তের ১১০ নম্বর গেটের কাছে সাহিদ মিয়াঁর বাড়িতে হানা দেন জওয়ানরা৷ জানা গেছে, ওই বাড়িতে অভিযান চালিয়ে জওয়ানরা ২ লক্ষ ৭ হাজার বাংলাদেশি টাকা এবং ভারতীয় ১ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার করেছেন৷ জানা গেছে, এই টাকাগুলি নির্দিষ্ট স্থানে পাচারের জন্য রাখা হয়েছিল৷ জানা গেছে, অভিযান মঙ্গলবার শেষ রাতে শুরু হয়েছিল৷ বুধবার গোটা দিন ও রাত চলেছে৷ অভিযানে বিএসএফ জওয়ানরা নেশার ট্যাবলেট-সহ ১০ কেজি শুকনো গাঁজাও উদ্ধার করেছেন৷
গাঁজা ও হেরোইন সহ দুর্জয়নগরে ধৃত ৪ যুবক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ অবশেষে এলাকাবাসীর চাপে পড়ে পুলিশ দুর্জয়নগর এলাকার একরটি বাড়ি থেকে প্রায় ১ কেজি গাজা সহ বেশ কিছু কোটা ভর্তি হিরোইন উদ্ধার

করেছে৷ এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে পুলিশ এক্ষেত্রে মোট ৪ জনকে আটক করেছে বলেও জানা গিয়েছে৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, দীত্রর্ঘিদিন যাবতই দুর্জয়নগর এলাকার বিনা দত্তদের বাড়িতে অবধ নেশার ঠেক রয়েছে বলে অভিযোগ ছিল৷ পুলিশকেও এব্যাপারে জানানো হয়েছিল৷ কিন্তু পুলিশ সেই অনুযায়ী কোনও ধরনের ব্যবস্থাই নিচ্ছিলো না৷ শেষমেশ এলাকাবাসীরাই জড়ো হয়ে বৃহস্পতিবার সকালের দিকে হানা দেয় ওই বাড়িতে৷ পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসেএদিন ১
কেজি গাঁজা সহ ছোট মাপের প্রায় ৫০টি কোটা ভর্তি হিরোইনও উদ্ধার করেন৷ একই সাথে এদিন এনসি নগর থানার পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নিয়ে সুজিত কুমার (২০), সুবীর লাল দত্ত (২০), অভিক দাস (২৪) এবং প্রাণেশ শর্মা (২৫)কে আটক করেছে৷ শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে রিমাণ্ডের জন্য আবেদন করা হবে বলে জানায় এনসি নগর থানার পুলিশ৷