সাম্ভাল, ৩১ জানুয়ারি (হি.স.) : পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক। পাশাপাশি আহত ৯জন । বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় ঘটেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার গাঁন্নুরের পুলিশের সার্কেল ইনস্পেক্টর গামলেশ্বর বিলটোরিয়া জানিয়েছেন, বদায়ুঁ-এর বাস ডিপো থেকে আসা রাজ্য পরিবহণ নিগমের একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি সাম্ভাল জেলার গাঁন্নুর থানার অন্তগর্ত নারোরায় মর্মান্তিক দুর্ঘটনটি হয়। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক ডাল চাঁদ (৩৪)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিলটোরিয়ার আলিগড় হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক এবং বাসটি সামনের দিক একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও বাসটি উদ্ধার করেছে পুলিশ।