নয়া সমীকরণ, সুদীপ সকাশে প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি ৷৷ লোকসভা নির্বাচনের মাস কয়েক সময় বাকি রয়েছে৷ তার আগেই রাজ্যে রাজনীতির নয়া সমিকরণ প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের সাথে দেখা করেছেন কংগ্রেসের সম্পাদক প্রদ্যুত কিশোর দেববর্মণ৷ এই ঘটনায় রাজ্য রাজনীতির নতুন সমীকরণ বলেই চর্চা শুরু হয়েছে৷ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরেই চলছে রাজ্যে৷ বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে৷ প্রদ্যুত কিশোর দেববর্মণ এই বিলের বিরোধীতায় আসরে নেমেছেন৷ এরই মাঝে সরকারী বাসভবনে গিয়ে স্বাস্থ্য মন্ত্রীর সাথে তাঁর সাক্ষাত রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে৷


অবশ্য, সৌজন্যমূলক সাক্ষাতকার বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং প্রদ্যুত কিশোর দেববর্মণ দুজনেই৷ কিন্তু, লোকসভা নির্বাচনের দোড়গড়ায় এই সৌজন্যমূলক সাক্ষাতকারও যথেষ্ট ইঙ্গিতবহ বলে দাবি রাজনৈতিক মহলের৷ তা বিজেপির জন্য কিছুটা চিন্তার বিষয় বলেও মনে করা হচ্ছে৷
এমনিতেই শাসক জোট আইপিএফটি বিজেপিকে নানাভাবে চিন্তায় রেখেছে৷ মঙ্গলবার খুমুলুঙে আইপিএফটি মাধববাড়ির ঘটনায় সরকারী বিরোধী অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ ওই মিছিলে দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাও অংশ নিয়েছেন৷ ফলে, আইপিএফটির এই অবস্থান বিজেপিকে চাপে রাখার কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল৷
একদিকে আইপিএফটি, অন্যদিকে দলীয় নেতা তথা মন্ত্রিসভার সদস্য সুদীপ রায় বর্মণ, মঙ্গলবার বিজেপির চিন্তা কয়েকধাপ বাড়িয়েছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *