অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র, অবিতর্কিত ৬৭ একর জমি ফেরত চেয়ে আবেদন

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার| অবশেষে অযোধ্যা নিয়ে বিশেষ উদ্যোগ দেখাল নরেন্দ্র মোদী সরকার| সুপ্রিম কোর্টে রিট পিটশন দাখিল করেছে কেন্দ্র| শীর্ষ আদালতে ৬৭ একর অবিতর্কিত জমি ফেরতের আবেদন জানানো হয়েছে| অযোধ্যার বিতর্কিত জমির পাশ্ববর্তী অধিগৃহীত জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র| ওই ৬৭ একর জমিতে নির্মাণের অনুমতি চাইল কেন্দ্র|

২০০৩ সালে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বরে গোটা জমির উপর স্টেটাস কো জারি করেছিল সুপ্রিম কোর্ট| কেন্দ্র চাইছে, অবিতর্কিত জমির উপর থেকে স্টেটাস কো তুলে নেওয়া হোক| ১৯৯১ সালে অধিগৃহীত জমির বাড়তি অংশ রাম জন্মভূমি ন্যাস (রাম মন্দিরের ট্রাস্ট) ফেরত চাইছে বলে রিট পিটিশনে জানিয়েছে কেন্দ্র| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী সরকারের এই উদ্যোগ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে| প্রসঙ্গত, ২৫ বছর আগে সরকারের অধিগৃহীত ৬৭ একর জমির উপর স্টেটাস কো জারি রয়েছে| তার মধ্যে বিতর্কিত জমি হল ২.৭ একর|

উল্লেখ্য, বারবার পিছিয়ে যাচ্ছে বহুচর্চিত অযোধ্যা মামলার শুনানি| ২৯ জানুয়ারি, মঙ্গলবারই সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার শুনানি হবে না বলে গত রবিবারই জানিয়ে দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে| অযোধ্যা মামলা বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন| এই পরিস্থিতিতে মোদী সরকারের এই উদ্যোগ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে| গত শুক্রবার অযোধ্যা মামলার শুনানির জন্য পাঁচ জন বিচারপতির নতুন বেঞ্চ তৈরি করা হয়| পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির| 

এর আগে গত ১০ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানির সময় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি এন ভি রামানা| তবে, নতুন সাংবধানিক বেঞ্চের সদস্য নন তিনি| ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানির কথা ছিল| কিন্ত, সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এস এ বোবদে ওই দিন অনুপস্থিত থাকবেন| সেই কারণে ২৯ জানুয়ারির শুনানি স্থগিত রাখা হয়েছে| আপাতত কবে থেকে শুনানি শুরু হবে তা এখন অজানা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *