নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): এক-দুই বার নয়, ধারাবাহিকভাবে পিছিয়ে যাচ্ছে বহুচর্চিত অযোধ্যা মামলার শুনানি। গগনচুম্বী প্রত্যাশা আপাতত প্রত্যাশা হিসেবেই রয়ে গিয়েছে| ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানির কথা ছিল। কিন্তু, সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এস এ বোবদে ওই দিন অনুপস্থিত থাকবেন। সেই কারণে ২৯ জানুয়ারির শুনানি স্থগিত রাখা হয়েছে। এর আগে চলতি মাসের ১০ তারিখও পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৯ জানুয়ারি (মঙ্গলবার)| কিন্তু, রবিবার সুপ্রিম কোর্টের ডেপুটি-রেজিস্ট্রার এক নির্দেশিকায় জানানো হয়েছে, পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এস এ বোবদে ২৯ জানুয়ারি অনুপস্থিত থাকবেন। সেই কারণে ২৯ জানুয়ারির শুনানি স্থগিত রাখা হয়েছে।

গত ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি শুরু হয়| পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| ওই দিন শুনানি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পাঁচ সদস্যের বেঞ্চ নিয়ে প্রশ্ন ওঠে|এরপর সুকৌশলেই অযোধ্যা মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি ইউ ইউ ললিত| এরপর গত শুক্রবার (২৫ জানুয়ারি) গঠিত হয় পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ,বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির। এর আগে গত ১০ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানির সময় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি এন ভি রামানা। তবে, নতুন সাংবিধানিক বেঞ্চের সদস্য নন তিনি।
এর আগে গত ৪ জানুয়ারি মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১০ জানুয়ারি| সেই মতো ১০ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে| প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও পাঁচ-সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়| কিন্তু, কয়েক মিনিটের শুনানিতেই পাঁচ সদস্যের বেঞ্চ নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সুকৌশলেই অযোধ্যা মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি ইউ ইউ ললিত| অযোধ্যা মামলার বেঞ্চে আর স্থান পাবেন না বিচারপতি ইউ ইউ ললিত| নতুন সাংবিধানিক বেঞ্চের সদস্য নন বিচারপতি এন ভি রামানাও। বিচারপতি ললিত ও রামানার জায়গায় পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে স্থান পেয়েছেন বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির। ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানির কথা ছিল। কিন্তু, আপাতত কবে থেকে শুনানি শুরু হবে তা এখন অজানা। প্রসঙ্গত, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যা মামলার শুনানির দিনক্ষণ স্থির করবে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| সেই মতো গত ৪ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে| ওই দিন মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ১০ জানুয়ারি নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| কিন্তু, ১০ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৯ জানুয়ারি| কিন্তু, ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি।উল্লেখ্য,২০১০ সালে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে|