মুম্বই, ২৮ জানুয়ারি (হি.স.) : \”মহারাষ্ট্রে আমরাই বড় ছিলাম, বড় আছি এবং ভবিষ্যতেও আমরাই বড় থাকব\”, সোমবার মুম্বইয়ে শিবসেনার দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথাই বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। লোকসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা সমান সংখ্যক আসনে লড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে এই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। এদিন দলীয় বৈঠক সেরে বেরিয়ে বৈঠকে আলোচিত অন্যান্য কয়েকটি বিষয় নিয়েও কথা বলেছেন শিবসেনা নেতা। সঞ্জয় রাউত এদিন বলেন, \”রাফাল ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের খরা সমস্যা নিয়েও কথা বলেছি আমরা।

উদ্ধভ ঠাকরেজী বলেছেন, ‘বার্ষিক আট লক্ষ আয়ের মধ্যে ১০% উচ্চবর্ণের সংরক্ষণের আওতায় যারা পড়বেন তাদের ইনকাম ট্যাক্স দেওয়া থেকেও নিষ্কৃতি দিতে হবে।’ যেহেতু তাঁরা দরিদ্র বলে স্বীকৃতি পাচ্ছেন তাই তাঁদের আয়কর থেকে নিষ্কৃতি দেওয়া আবশ্যক।\” লোকসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা সমান সংখ্যক আসনে লড়বেন কিনা সেই প্রসঙ্গে শিবসেনা নেতা জানিয়েছেন, \”আমরা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও তথ্য পাইনি। এমন কিছু প্রস্তাব আমাদের কাছে আসেনি এবং আসলেও তা আমরা গ্রহণ করতে রাজি নই। শিবসেনা মহারাষ্ট্রে বড় ছিল, এখনও আছে এবং পুনরাবৃত্তি হয়ে তারাই বড় ভাইয়ের ভূমিকা পালন করবে।\”
