আসন্ন সাধারণ নির্বাচনে তথাকথিত ‘মহাজোট’-এর কোনও আশা নেই : রামবিলাস পাসওয়ান

বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি (হি.স.) : বিরোধীদের তথাকথিত মহাজোটকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের মন্ত্রী রামবিলাস পাসওয়ান। আসন্ন সাধারণ নির্বাচনে বিরোধীদের তথাকথিত ‘মহাজোট’-এর কোনও আশা নেই। প্রধানমন্ত্রী হিসেবে ফের নরেন্দ্র মোদীর উপর আস্থাশীল দেশবাসী। ২০২৪ সালে ‘মহাজোট’-এর আশা থাকতে পারে বলে দাবি করেছেন তিনি।

এদিন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতরের মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামবিলাস পাসওয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ কেন্দ্রে স্থায়ী সরকার চাইছে। লোকসভা নির্বাচনের পর যোগ্য নেতার নেতৃত্বেই এগিয়ে যেতে চায় দেশ। ফলে আসন্ন নির্বাচনে এনডিএ সরকার ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। তথাকথিত ‘মহাজোট’-এর আশা ২০২৪-এর সাধারণ নির্বাচনে রয়েছে। দেশের এখন দরকার শক্তিশালী সরকার এবং যোগ্য নেতৃত্ব। সেই কারণে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে ফের নরেন্দ্র মোদীকেই চায়। সাম্প্রতিক বিভিন্ন ভোট সমীক্ষা থেকে স্পষ্ট এনডিএ-ই ফের সরকার গড়তে চলেছে এবং নিশ্চিত ভাবেই ফের প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী।

তথাকথিত মহাজোটে কোনও স্থিতিশীলতা নেই। এই জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী কে হবে তা কেউ জানে না। জোটের কতজন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে তাতে ধোঁয়াশা রয়েছে। তাই এই জোটকে আমি পরামর্শ দেব ২০২৪ সালের জন্য প্রস্তুতি নিন। প্রিয়াঙ্কা গান্ধী বদরা রাজনীতিতে যোগ দিলেও তার এনডিএ-র আত্মবিশ্বাসের প্রতি তার কোনও প্রভাব পড়বে না। এতে এনডিএ-র জনপ্রিয়তার কোনও ভাটা পড়বে না।’