নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া রেলস্টেশনে একে মহিলাকে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠলো টিকিট মাস্টার কাজল দাসের বিরুদ্ধে৷ মহিলা ঘটনার পর নিজেই মোবাইলে ভিডিও করে ঘটনাটি ফেইসবুকে শেয়ার করে৷ তাতে এলাকার জনগণ টিকিট মাস্টারের বিরুদ্ধে অভিযোগ এনে প্রথম ১০০ জন মহিলা-পুরুষ আজ সকাল ১০টায় তেলিয়ামুড়া স্টেশন মাস্টারকে ঘেরাও করে৷ সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা স্টেশনে গেলে স্টেশন মাস্টার রাজীব ভট্টাচার্য দুর্ব্যবহার করেন৷ অকথ্য ভাষায় গালিগালাজও করেন৷

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জানুয়াবি তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে এক মহিলা সহ দু’জন মনু যাওয়ার উদ্দেশ্যে তিনটি টিকিটের বিনিময়ে ১০০ টাকা দেয়৷ তখন টিকিট মাস্টার টিকিট সহ আরো ৫৫ টাকা ফেরত দেয়৷ কিছু পরেই ঐ মহিলাকে পুনরায় ডেকে এনে তাকে অকথ্য গালাগাল ও নির্যাতন করে বলে অভিযোগ৷ ঘটনার সত্যতা স্বীকার করে জিআরপি’ও৷ এদিকে আজ সকালে বেশ কিছু নারী পুরুষ রেল স্টেশন ঘেরাও করে ও টিকিট মাস্টার কাজল দাসকে ডেকে আনার আবেদন জানায়৷ কিন্তু স্টেশন মাস্টার তাদের সাথে কোন সহযোগীতা করেনি৷ শেষ পর্যন্ত জিআরপি থানায় অভিযোগ জানিয়ে তারা চলে যায়৷ তবে যাওয়ার আগে হুশিয়ারী দিয়ে যায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এমনকি রেল পথ অবরোধ করবে বে জানায়৷ তবে রেল স্টেশনের নিত্য দিনের ঘটনায় নাজেহাল যাত্রী সাধারণ৷ যেকোন দিন বড় ধরনের অঘটন ঘটতে পারে৷