চণ্ডীগড়, ২৮ জানুয়ারি (হি.স.): সোমবার, ২৮ জানুয়ারি হরিয়ানার জিন্দ বিধানসভা আসনের উপ-নির্বাচন| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই উপ-নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জিন্দ বিধানসভা উপ-নির্বাচনে জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করছেন যুব নেতা দ্বিগ্বিজয় সিং চৌতালা| দ্বিগ্বিজয় হলেন হিসার-এর সাংসদ ডি চৌতালার ভাই|

গত মাসে হরিয়ানার প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-র সঙ্গে দ্বন্দ্বের কারণে নতুন দল তৈরি করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার বড় ছেলে অজয় চৌতালা| ২৮ জানুয়ারি জিন্দ উপ-নির্বাচনের ভোটগ্রহণ, ভোটের ফলাফল কি হয় আপাতত সে দিকেই নজর রয়েছে হরিয়ানা-সহ গোটা দেশবাসীর| জিন্দ উপ-নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কৈথালের বিধায়ক তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র কমিউনিকেশন ইন-চার্জ রণদীপ সিং সুরেজওয়ালাকে| উল্লেখ্য,২৮ জানুয়ারি জিন্দ বিধানসভা আসনের উপ-নির্বাচন| ভোটগণনা হবে ৩১ জানুয়ারি|