দেশের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) : দেশের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে পিছুপা হবে না সরকার। সোমবার রাজধানী দিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কোপর্স (এনসিসি)-এর অনুষ্ঠানে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষা করার বিষয়ে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে সরকার। দেশকে শক্তিশালী এবং আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে কঠোর সিদ্ধান্ত নিতে পিছুপা হব না। আগামী দিনগুলিতে এমন অনেক একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশ নিরাপদ এবং আত্মনির্ভর হলেই যুব সম্প্রদায় নিজেদের প্রত্যাশাগুলি পূরণ করতে পারবে। জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে বিগত সাড়ে চার বছরে এমন একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সেই কারণেই যে সব দেশ জল-স্থল এবং আকাশ পথ থেকে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম, তাদের তালিকায় ঢুকে পড়েছে ভারত। এক দশক ধরে জেট ফাইটার বিমান কেনার যেসব চুক্তি বকেয়া ছিল, তা দ্রুত কার্যকর করা হয়েছে। ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, বন্দুক এবং অন্যান্য সমরাস্ত্র এখন দেশেই তৈরি করা হচ্ছে। বিশ্ব শান্তির স্বপক্ষে আমরা। এই বিষয়ে জোরালো সওয়ালও করেছি আমরা। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা করা থেকে পিছুপা হব না।’

এর আগে এনসিসির তরফ থেকে প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সফল এনসিসি ক্যাডেটরা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। দেশের ২৯টি রাজ্য,সাতটি কেন্দ্র শাসিত অঞ্চল থেকে ২০৭০ ক্যাডেটকে এনসিসির প্রজাতন্ত্র দিবস শিবিরে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৬৯৮ মহিলা ক্যাডেট রয়েছে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ। এছাড়া তিন বাহিনী আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।