নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ জানুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ত্রিপুরাবাসীকে ভেদাভেদের বদলে একত্রিত করতে রাস্তায় নামলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ রবিবার পদ্মবিলে তিনি জনজাতিদের নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে র্যালী ও জনসভা সংগঠিত করেছেন৷ তাঁর দাবি, দেশবাসীকে তাঁদের ন্যায্য অধিকার দিয়ে তবেই অন্য রাষ্ট্রের নাগরিকদের বিষয়ে ভাবা উচিত৷ তাই তিনি ত্রিপুরাবাসীকে একত্রিত ভাবে এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন৷

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পূর্বোত্তরে জনরোষ লক্ষ্য করা যাচ্ছে৷ বিশেষ করে অসম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরায় এই বিলের বিরোধীতায় জনরোষ বাড়তে দেখা যাচ্ছে৷ সম্প্রতি এই বিলের প্রতিবাদে পূর্বোত্তরে বন্ধ পালিত হয়েছে৷ এই বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরায় গুলি চালানোর ঘটনাও ঘটেছে৷ পূর্বোত্তরের মধ্যে অসমে এই বিলের সবচেয়ে বেশী বিরোধীতা হচ্ছে৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় অসমে শাসক জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে অগপ৷ শুধু তাই নয় মিজোরামে এনডিএ জোট শরিক এমএনএফ জোট ছাড়ার হুমকি দিয়েছে৷ ত্রিপুরাতেও এই বিলের বিরোধীতায় জনজাতি আঞ্চলিক রাজনৈতিক দলগুলি প্রতিবাদি হয়ে উঠেছে৷
নাগরিকত্ব সংশোধনী বিল অনুসারে বাংলাদেশ, আফগানিস্তান, ভূটান থেকে হিন্দু, শিখ ও খ্রীষ্টানদের এদেশে নাগরিকত্ব দেওয়া হবে৷ বারো বছর একটানা এদেশে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন জানানো যাবে৷ সম্প্রতি লোকসভায় এই বিল পাশ হয়েছে৷ এরপর থেকেই এই বিলের তীব্র বিরোধীতা লক্ষ্য করা যাচ্ছে৷
রবিবার দুপুরে খোয়াইয়ের ছনখনা এলাকায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পৌরোহিত্যে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এক র্যালী সংগঠিত হয়েছে৷ ওই র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শিবচরণ দেববর্মা, প্রাক্তন জঙ্গী নেতা রঞ্জিত দেববর্মা প্রমুখ৷ র্যালীটি ছনখলা থেকে শুরু করে পদ্মবিলের কে এম আর সুকলের মাঠে গিয়ে শেষ হয়৷ সেখানে একটি জনসভাও অনুষ্ঠিত হয়েছে৷ জনসভা থেকে বেরিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিকদের জানান জাতির স্বার্থেই এই বিলের বিরোধীতা করা হচ্ছে৷ রাজ্য এমনকি দেশের মানুষ এই বিলের কারণে বিপন্ন হয়ে পড়বে৷ কারণ, প্রতিবেশী রাষ্ট্র থেকে নাগরিকরা এসে এদেশের নাগরিকদের অধিকারে থাবা বসাবেন৷ তাঁর কথায়, বিজেপির জোট শরিকরা এই বিলের বিরোধীতা করছে৷ শিবসেনা, এমএনএফ, অগপ এই বিলের বিরোধীতায় সোচ্চার হয়েছে৷ তাঁর দাবি, দেশের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করার পরই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের প্রতি ভাবা উচিত৷